অন্য দুনিয়া

একরাম হত্যা : ৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

ফেনী প্রতিনিধি : ফেনীর আলোচিত উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার চার সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষীরা হলেন- নিহত চেয়ারম্যান একরামের স্ত্রী তাসনিম আক্তার, আবুল বশর, মো. ইউসুফ ও হত্যাকাণ্ডের সময় একরামের সঙ্গে থাকা ফুলগাজীর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মহিউদ্দিন সামু। এর আগে গত ১২ এপ্রিল মামলার বাদী একরামের বড় ভাই রেজাউল হক জসিম সাক্ষ্য দিয়েছিলেন। ৪ মে এ মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী হত্যাকাণ্ডের স্থানের দোকানদার রাব্বি ও সোহেল সাক্ষ্য প্রদান করেন একই আদালতে। বুধবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে গ্রেপ্তারকৃত ৪০ আসামিকে আদালতে উপস্থিত করা হয়। এ মামলার চার্জশিটে ৫৬ জন আসামির নাম থাকলেও গ্রেপ্তার হয়েছে ৪৪ জন। এদের মধ্যে চারজন আসামি জামিনে রয়েছে। পলাতক রয়েছে ১২ জন আসামি। গ্রেপ্তারকৃত আসামির মধ্যে প্রভাবশালী ছয় আসামিকে কুমিল্লা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ফেনীর আদালতে আনা হয়।উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।

 

রাইজিংবিডি/ফেনী/২৫ মে ২০১৬/সৌরভ পাটোয়ারী/মুশফিক