অন্য দুনিয়া

নারায়ণগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২২

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ অন্তত ২২ জন আহত হয়েছেন।

 

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মেঘনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে কয়েক বছর ধরে সাত্তার ও জয়নাল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে।  সোমবার সকালে সাত্তারের লোকজন ড্রেজার দিয়ে ঈদগাহ এলাকায় বালু উত্তোলন করছিল। এ সময় জয়নালের লোকজন একই স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করে। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধসহ ২২ জন আহত হন।

 

তাদের মধ্যে গুলিবিদ্ধ খলিল, রুবেল, জলিল, ডালিম, ইয়াছিন, ইউসুফ, হালিম, আক্তার, মনির, আলম, দাউদ ও জয়নালসহ ১০ জনকে কুমিল্লা, সোনারগাঁও ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৭ জুন ২০১৬/হাসান উল রাকিব/উজ্জল