অন্য দুনিয়া

বাংলাদেশ প্রতিদিন রাজশাহী অফিসে চুরি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : দিনে দুপুরে বাংলাদেশ প্রতিদিনের রাজশাহী ব্যুরো অফিসে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে অভিনব কায়দায় অফিসের তালা খুলে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা স্যামসাং ব্র্যান্ডের একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও একটি রাউটার নিয়ে গেছে। তবে তারা অফিসের কোনো কাগজপত্র নিয়ে যায়নি।রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন রাজশাহীর নিজস্ব প্রতিবেদক কাজী শাহেদ জানান, নগরীর বোয়ালিয়া থানার মোড়ে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় তার অফিস। সোমবার বেলা ৩টার দিকে তিনি অফিসের কাজ শেষ করে বাসায় যান।পরে বিকেল সোয়া ৫টার দিকে তিনি অফিসের তালা খুলতে গিয়ে দেখেন সেটি আগে থেকেই খোলা। অফিসে ঢুকে তিনি দেখেন মোবাইল ফোন, ল্যাপটপ ও রাউটার চুরি হয়ে গেছে। এরপরই তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ অফিসটি পরিদর্শন করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন কাজী শাহেদ।জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান বলেন, অফিসটি পরিদর্শন করেছি। চুরির কায়দা দেখে মনে হচ্ছে, এটি প্রশিক্ষিত কোনো চোরের কাজ। চুরির পেছনে অন্য কোনো ব্যাপার আছে কি না আমরা সেটিও খতিয়ে দেখছি।

 

রাইজিংবিডি/রাজশাহী/২৭ জুন ২০১৬/তানজিমুল হক/রিশিত