অন্য দুনিয়া

খুলনায় বাঘের চামড়াসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় বাঘের চামড়াসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

 

বুধবার রাতে কয়রা উপজেলার চটকাতলা গ্রামের আবুল কালামের ঘর থেকে বাঘের চামড়া, একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়।

 

এ সময় আবুল কালাম (৪৪), সোহরাব (৪২), শেখ আব্দুর রব (৬১), জালাল উদ্দিন (৩৩), মাছুম বিল্লাহ (২৯) ও গোলাম রব্বানীকে (৪৫) আটক করা হয়।

 

বাঘের চামড়াটি ১৮ লাখ টাকায় বিক্রির বায়নাপত্র হয়েছিল বলে আটককৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে।

 

জেলা ডিবির ইনচার্জ আককাস আলী বলেন, বাঘের চামড়াটি ঢাকার এক নারীর মাধ্যমে অস্ট্রেলিয়ার বায়ারের কাছে বিক্রির বায়নাপত্র হয়েছিল। ওই নারীর প্রতিনিধি হিসেবে সোহরাব হোসেন খুলনায় আসেন। বাঘের চামড়া ঢাকা নেওয়ার নিরাপত্তার জন্য আটককৃতরা অবৈধ অস্ত্র সংগ্রহ করেছিল। এ ব্যাপারে বৃহস্পতিবার কয়রা থানায় মামলা করা হবে।

       

রাইজিংবিডি/খুলনা/২৫ আগস্ট ২০১৬/মুহাম্মদ নূরুজ্জামান/উজ্জল