অন্য দুনিয়া

অ্যাম্বুলেন্সসহ ৬৪ কেজি গাঁজা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ৬৪ কেজি গাঁজাসহ একটি অ্যাম্বুলেন্স আটক করেছে হাইওয়ে পুলিশ।

 

রোববার বেলা পৌনে ১১টার দিকে গাঁজাসহ অ্যাম্বুলেন্সটিকে আটক করা হয়। তবে অ্যাম্বুলেন্সের চালকসহ পাচারকারী পালিয়ে গেছে।

 

খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবীর জানান, সরাইল বিশ্বরোড মোড় এলাকায় টহলরত হাইওয়ে পুলিশ সদস্যরা সিলেটের দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটিকে থামার সংকেত দেন। কিন্তু অ্যাম্বুলেন্সটি সংকেত অমান্য করে ছুটতে থাকে। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে ধাওয়া করেন।

 

খাটিহাতার অদূরে ফাঁকা জায়গায় অ্যাম্বুলেন্স ফেলে চালকসহ পাচারকারী পালিয়ে যায়। পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ প্যাকেটে প্রায় ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/২৮ আগস্ট ২০১৬/সমীর চক্রবর্তী/রুহুল/এএন