অন্য দুনিয়া

রাখে আল্লাহ মারে কে

অন্য দুনিয়া ডেস্ক : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই তো ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে একেবারে অক্ষত অবস্থায় এক কিশোরী বেঁচে ফিরেছেন। ২৫ ফুট উঁচু স্কাই রাইড থেকে পড়ে গিয়েও কোনো ক্ষতি হয়নি তার। মাটিতে পড়ার আগেই তাকে ধরে ফেলেন উপস্থিত জনতা। আর তাতেই প্রাণে বেঁচে যায় সে।

ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ‘সিক্স ফ্লাগস অ্যামইউজমেন্ট’ পার্কে। ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়েছে বিরল এই ঘটনার ভিডিও। গ্রিনউড-এর বাসিন্দা ১৪ বছর বয়সী ওই কিশোরী পার্কে বেড়াতে এসেছিল। রাইডে চড়ার পর সে সিট থেকে বিপজ্জনকভাবে বেরিয়ে গিয়ে ঝুলতে থাকে। এ সময় তার সঙ্গে ছিল ছোট ভাই। রাইডে ঝুলন্ত অবস্থায় কিশোরীকে চিৎকার করতে দেখে নিচে লোকজন জড়ো হয়ে যায়। ঘটনাটি চোখে পড়ে রাইড অপারেটরেরও। তিনি দ্রুত রাইডটি বন্ধ করে দেন।

এরপরই এক ব্যক্তি স্কাই রাইডটির পাশে থাকা একটি গাছে উঠে ডালপালা সরানোর চেষ্টা করেন। কিশোরীর উদ্দেশ্যে নিচে উপস্থিত থাকা পার্কের কর্মীরা ছাড়াও প্রায় ডজনখানেক লোককে বলতে শোনা যায়, ‘চিন্তা করো না, ঝাঁপিয়ে পড়ো, আমরা তোমাকে ধরে ফেলবো।’ সাহস পেয়ে ২৫ ফুট উঁচু রাইড থেকে ঝাঁপিয়ে পড়ে ওই কিশোরী। মাটিতে পড়ার আগেই তাকে ধরে ফেলে নিচে থাকা লোকজন। তাকে রক্ষা করতে পেরে খুশিতে ফেটে পড়ে উপস্থিত সবাই।

গাছের ডালপালার ভেতর দিয়ে পড়লেও কিশোরীর গুরুতর কোনো আঘাত লাগেনি। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বিপদের খবর পেয়েই রাইড বন্ধ করে দিয়েছিল পার্কের কর্মীরা। অন্যথায় বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/ফিরোজ/তারা