অন্য দুনিয়া

আবারো রাজনীতিতে সক্রিয় মুরাদ জং

নিজস্ব প্রতিবেদকসাভার, ১২ নভেম্বর : আবারো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ। রানা প্লাজা ধসের পর ইমেজ সংকটে পড়ে রাজনীতি থেকে বেশকিছু দিন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ক্ষমতাধর এ সাংসদ। এমনকি নিজ বাড়ি থেকে ১০০ গজ দূরত্বে প্রধানমন্ত্রী সমাবেশ করে গেলেও এতে অংশ নেননি মুরাদ।  তবে নির্বাচনকে সামনে রেখে হঠাৎ স্থানীয় রাজনীতিতে আবারো সক্রিয় হয়ে উঠেছেন তিনি।

আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে দলের মনোনয়নের জন্য ফরমও ক্রয় করেছেন মুরাদ জং। নির্বাচনে জয়লাভের আশায় আগের মত আবারো মিছিল মিটিংয়ে যোগ দিচ্ছেন তিনি। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী মুরাদ জং। রাইজিংবিডিকে তিনি জানান, বিগত দিনের দোষত্র“টি ক্ষমা করে দিয়ে এলাকার জনগণ তাকে পুনরায় নির্বাচিত করবেন। রানা প্লাজা ধসের পরপরই ইমেজ সংকটে পড়েন বিগত নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ। সরকারের পুরো সময়জুড়ে সাভারে বিরোধীদলকে কোণঠাসা করে রাখলেও রানা প্লাজা ধসের পর তার একের একের পর এক অপকর্মের ঘটনা প্রকাশ পায়। নিজ দলের অনেক পুরনো নেতাকেও কোণঠাসা করে রেখেছিলেন মুরাদ জং। সন্ত্রাসমুক্ত ক্লিন সাভার গ্রীন গড়ে তোলার দাবি করলেও বাস্তবে উন্নয়নের কোনো ছোঁয়া লাগাতে না পারাটা মুরাদ জংয়ের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ২৪ এপ্রিল ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার সঙ্গে সখ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় তালুকদার তৌহিদ জং মুরাদের ওপর নাখোশ হন দলের উচ্চপর্যায়ের নেতা এবং প্রধানমন্ত্রী নিজেই। ভবন ধসের পর প্রধানমন্ত্রী সাভার এনাম  মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শনের সময়ও দায়িত্বশীল কর্মকর্তারা এড়িয়ে চলেছেন মুরাদকে। সেসব কর্মসূচিতেও প্রধানমন্ত্রীর কাছে ভিড়তে দেয়া হয়নি তাকে। এরপর থেকেই পিছু হটেন ক্ষমতাধর এ সাংসদ। রাজনীতি থেকে কিছু সময়ের জন্য পুরোপুরি নিজেকে গুটিয়ে নেন।  গত ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের জন্য প্রতিশ্রুত আবাসিক হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রীর সভাস্থল মুরাদ জংয়ের বাড়ি থেকে মাত্র ১০০ গজ দুরত্বে হলেও এতে যোগ দেননি তিনি। এদিকে দল থেকে এমন সবুজ সংকেত পাওয়ার পর আবারো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন মুরাদ জং। ইতিমধ্যে ১৮ দলীয়  জোটের ডাকা হরতালের বিরুদ্ধে লাঠি মিছিল করে রাজনৈতিক অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। আওয়ামীলিগের হয়ে নির্বাচনে অংশ নিতে দলের মনোনয়নের জন্য ফরমও ক্রয় করেছেন মুরাদ। তবে দলের মনোনয়ন নিশ্চিত করতে মুরাদকে আরো অনেক বাঁধা অতিক্রম করতে হবে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা স্থানীয় আওয়ামী লীগের আরো ৫ নেতা ইতিমধ্যে মনোনয়নের জন্য দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

 

রাইজিংবিডি / সাকিব / আরকে