অন্য দুনিয়া

ঢাক-ঢোল পিটিয়ে ছাগলের বিয়ে

শাহিদুল ইসলাম: বিয়ের জন্য হিন্দু বিবাহ রীতি অনুযায়ী ছায়ামণ্ডপ, পুষ্পমাল্য, গায়ে হলুদ, আশীর্বাদ, ধান-দূর্বা, ভোজন— সব ধরনের ব্যবস্থাই রয়েছে। প্রায় পাঁচশত মানুষ বিয়ের সাক্ষী হতে হাজির। তবে কোনো মানুষের বিয়ের জন্য এমন আয়োজন নয়। এ সবই ছাগলের বিয়ের জন্য! সম্প্রতি অদ্ভুত এই বিয়ের আয়োজন করা হয় ভারতের উত্তরখন্ড রাজ্যের পানতুয়ারি গ্রামে। দিনব্যাপী চলে অনুষ্ঠান। কোন ছাগলের সঙ্গে বিয়ে হবে তা বাছাইয়েরও সুযোগ ছিল। কেননা আগে থেকে ছাগল নির্ধারণ করা ছিল না। বাছাই শেষে রং মেখে নেচে-গেয়ে আনন্দ-ফূর্তির মাধ্যমে ছাগলের বিয়ে দেয়া হয়। বলিউড নায়িকাদের সঙ্গে মিল রেখে ছাগলের নামও রাখা হয় এ সময়। স্থানীয় একটি বেসরকারী সংস্থার উদ্যোগে গত বছর থেকে এই ধরনের বিয়ের আয়োজন শুরু হয়। মূলত ছাগল পালন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই এটা করা হয়েছে। সংস্থাটির কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, উন্নত জাতের ছাগলের মাংস ও দুধ উৎপাদনের মাধ্যমে স্থানীয় জনগণের আয় বৃদ্ধির লক্ষ্যে তারা ব্যতিক্রম এই বিয়ের আয়োজন করেছে। অনেক বিদেশি পর্যটকও বিষয়টি উপভোগ করেন। রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৮/মারুফ/তারা