অন্য দুনিয়া

কুকুরের আদরে বড় হচ্ছে হাঁসের বাচ্চা

শাহিদুল ইসলাম: হাঁস ও কুকুরের মধ্যে সাধারণত বন্ধুত্ব হয় না। উল্টো কুকুর দেখলে ভয়ে দৌড়ে পালায় হাঁসের দল। কিন্তু এই চিরাচরিত নিয়ম ভেঙে দিয়েছে যুক্তরাজ্যের একটি কুকুর, যার আদরে বড় হচ্ছে এক ঝাক হাঁসের বাচ্চা। অদ্ভুত এই দৃশ্য দেখা গেছে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় কাউন্টি এসেক্সের স্ট্যানশেড শহরে। চলতি মে মাসের সতেরো তারিখে ওই শহরের একটি বাড়িতে সদ্য জন্ম নেওয়া কিছু হাঁসের বাচ্চা রেখে মা হাঁসটি হারিয়ে যায়। মা হাঁসের বাচ্চাগুলো যখন মৃতপ্রায় তখন ত্রাতার ভূমিকায় হাজির হয় ওই বাড়ির একটি কুকুর। লাব্রাডার জাতের কুকুরটি পরম মমতায় হাঁসের বাচ্চাগুলোকে কাছে টেনে নেয়। এরপর থেকে ওই কুকুরটিই তাদের মায়ের ভূমিকা পালন করছে। এখন বাচ্চাগুলোর সার্বক্ষণিক সঙ্গী কুকুরটি।     রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৮/মারুফ