অন্য দুনিয়া

সাপ হলো খেলার সঙ্গী

শাহিদুল ইসলাম : সাপ কতটা মারাত্মক প্রাণী এ বিষয়ে আমরা সকলেই অবগত। কিন্তু সেই সাপের সঙ্গেই কেউ যখন রাত দিন চব্বিশ ঘণ্টা কাটায় তখন তা বিস্ময় না জাগিয়ে পারে না। বলছি দেবেশ আদিবাসীর কথা। ভারতের মধ্য প্রদেশের সাত বছর বয়সি এই বালকের খেলার সঙ্গী জঙ্গলের বিষাক্ত সাপ। মাত্র তিন বছর বয়স থেকে দেবেশের সাপ নিয়ে খেলা শুরু। একদিন সকালে ঘুম থেকে উঠে দেবেশ মা-বাবাকে জানায় রাতে সে স্বপ্নে দেখেছে তার গায়ের ওপর সাপ খেলা করছে। বিষয়টি নিতান্তই হাসির ছলে উড়িয়ে দেয় বাবা-মা। কিন্তু পরদিন সকালে দেবেশ নিকটবর্তী জঙ্গল থেকে দুটি বিষধর সাপ নিয়ে বাড়িতে হাজির হয়। চমকে যায় বাড়ির সবাই। কিন্তু তারা খেয়াল করে দেখেন সাপগুলো দেবেশের কোনো ক্ষতি করছে না। বরং শরীরের সঙ্গে পরম মমতায় জড়িয়ে রয়েছে। এরপর থেকে দেবেশ মাঝেমধ্যে জঙ্গল থেকে সাপ ধরে নিয়ে আসত। কিছুদিন সাপগুলোকে লালন-পালন করত। এরপর পুনরায় সেগুলো জঙ্গলে ছেড়ে দিয়ে আসত। স্টোরি টেন্ডারকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবেশের বাবা রঘুনাথ বলেন, ‘আমরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি সাপ কোনো পোষা প্রাণী বা খেলনা নয়। কিন্তু কিছুতেই সে আমাদের কথা শোনে না। কিছুদিন পরপর সে কয়েকটি সাপ নিয়ে হাজির হয়। বর্তমানে তার কাছে পনেরটি সাপ আছে।’ কেইটার নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রদেশ জেলা হাসপাতালের সার্জন এমপিএন খের বলেন, ‘সাপ পোষা বা তার সঙ্গে খেলা করা বড় অদ্ভুত। এটা তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। প্রাণীগুলো অবশ্য তাকে কামড়াচ্ছে না। তবে এটা তার মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।’ রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৮/মারুফ/তারা