জেলা প্রতিবেদকসাতক্ষীরা, ২৬ ডিসেম্বর: সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন নাজমুল আহসান।
বুধবার তিনি সাতক্ষীরার বিদায়ী জেলা প্রশাসক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহসিন আলী জানান, গত ১৭ ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে জেলা প্রশাসক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারকে বদলী করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়। তার স্থলে বিদ্যুৎ শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমুল আহসানকে সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়।
সে অনুযায়ী ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার নতুন জেলা প্রশাসককে তার দায়িত্ব বুঝিয়ে দেন।
রাইজিংবিডি / এম.শাহীন গোলদার / লিমন