অন্য দুনিয়া

মাগুরায় বাসে আগুন দিতে গিয়ে ছাত্রলীগের তিন কর্মী আটক

জেলা প্রতিবেদকমাগুরা, ২ জানুয়ারি: মাগুরা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দয়ালি কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় বাসে আগুন দেওয়ার প্রস্তুতির সময় হাতেনাতে পেট্রলবোমাসহ ছাত্রলীগের তিন নেতা -কর্মীকে আটক করেছে টহল পুলিশ।

বুধবার রাত সোয়া এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহরের ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালি এলাকায় কেন্দ্রীয় বাসটার্মিনালে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় পেট্রলবোমাসহ ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তারা হলেন জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্যা এবং লিমন ও রানা নামের দুই কর্মী। মহাসড়কের পাশে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের প্রস্তুতির সময় টহল পুলিশের সন্দেহ হলে চ্যালেঞ্জ করলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি পেট্রলবোমা, প্লাস্টিকের বোতলে পেট্রল ও ম্যাচ উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা নাশকতার পরিকল্পনা করার কথা স্বীকার করেছে।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদি বলেন, আটক তিনজনই ছাত্রলীগ কর্মী। ঘটনাটি দুঃখজনক।

মাগুরার সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় রাইজিংবিডির কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আটকৃতদের জিজ্ঞাসা করা হচ্ছে হলে বলে তিনি জানান।

   

রাইজিংবিডি / মো. আনোয়ার হোসেন শাহীন / লিমন