অন্য দুনিয়া

সংসদে দাঁড়িয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

বিয়ের প্রস্তাব দিতে প্রেমিকরা সাধারণত রোমান্টিক স্থানগুলোই বেছে নেন। কিন্তু এবার প্রেমিকাকে সংসদে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দিলেন এক সংসদ সদস্য।

ঘটনাটি ঘটেছে ইতালিতে। এই সংসদ সদস্যের নাম ফ্ল্যাভিও ডি মুরো। ৩৩ বছর বয়সি মুরো দেশটির ডানপন্থী দলের সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভিডিওটি ভাইরাল হয়েছে।

জানা যায়, সংসদে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও পুনর্নির্মাণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। হঠাৎ মুরো বলতে থাকেন, ‘এই দিন অন্য দিনগুলোর চেয়ে আলাদা। একটি বিশেষ দিন।’

হঠাৎ টেবিলের নিচে থেকে আংটি বের করেন। এরপর গ্যালারিতে বসে থাকা প্রেমিকা এলিসা ডি লিওর উদ্দেশ্যে তিনি বলেন, গ্যালারিতে বসে থাকা এলিসাকে বলছি, তুমি কি আমাকে বিয়ে করবে?

এই সময় স্পিকার রবার্তো ফিকো বলেন, আমি বুঝতে পারছি। আমার মনে হয় না এখানে কিছু বলা ঠিক হবে।

পরবর্তী সময়ে মুরোর এই প্রস্তাবে রাজি হয়েছেন তার প্রেমিকা এলিসা। জানা গেছে, তারা গত ছয় বছর ধরে লিভ টুগেদার করছেন।

দেখুন: সংসদে প্রেমিকাকে বিয়ের প্রস্তাবের ভিডিও

Interviene sull'ordine dei lavori e dice: "Elisa, mi vuoi sposare?". Pare che la fortunata abbia risposti sì.Auguri all'On. Flavio Di Muro, solidarietà al Presidente @Roberto_Fico perché deve gestire l'Aula nella legislatura più trash della storia d'Italia. pic.twitter.com/vk1Vy8kT1n

— Antonello Mastino (@mastaccio) November 28, 2019

ঢাকা/মারুফ