অন্য দুনিয়া

বড়পুকুরিয়া খনিতে কয়লার দাম কমলো

জেলা প্রতিবেদকদিনাজপুর, ৩ ফেব্রুয়ারি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে মূল্য কমানো হয়েছে। কয়লার মূল্য টনপ্রতি ২ হাজার ৪০০ টাকা কমিয়ে এখন প্রতিটন কয়লা ১০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে কয়লার মজুদ বৃদ্ধি পাওয়ায় কয়লার বিক্রি বাড়াতেই ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।খনির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত  প্রতি টন কয়লার মূল্য ছিল ১১ হাজার ৫০০ টাকা। কিন্তু ওই সালের নভেম্বর মাস থেকে মূল্য বৃদ্ধি করে প্রতি টন  কয়লা ১২ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়। এতে কয়লার দাম বাড়ায় বিক্রি কমে যায়। ফলে অবিক্রীত কয়লার মজুদ বাড়তে থাকে। এদিকে বর্তমানে অবিক্রীত মজুদ কয়লার পরিমাণ ৪ লাখ মে. টন। অতিরিক্ত কয়লার মজুদ বৃদ্ধি পাওয়ায় কয়লার স্তূপে দুর্ঘটনার আশঙ্কা থাকায়, খনি কর্তৃপক্ষ কয়লার বিক্রি বৃদ্ধি করতে টনপ্রতি মূল্য ২ হাজার ৪০০ টাকা কমিয়ে প্রতিটন কয়লার মূল্য ১০ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে।খনির মহাব্যবস্থাপক (মাইনিং) হাবিব উদ্দিন আহম্মেদ বলেন, ভারত থেকে আমদানীকৃত কয়লা অপেক্ষা বড়পুকুরিয়া খনির কয়লা অনেক উন্নত ও সালফারের পরিমাণ কম। এতে জ্বালানিতে সাশ্রয় ও পরিবেশবান্ধব হওয়ায় বড়পুকুরিয়া খনির কয়লার চাহিদাও অনেক বেশি। তিনি আরো বলেন, প্রতিদিন খনিতে গড়ে ৫ হাজার  থেকে ৬ হাজার মে. টন কয়লা উৎপাদন করা হয়। অপরদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন ২ হাজার থেকে ২ হাজার ৫০০ মে. টন কয়লা প্রয়োজন হয়। এ কারণে প্রতিদিনেই ৩ হাজার থেকে ৪ হাজার মে. টন কয়লা অবিক্রীত মজুদ হয়। এজন্য কয়লাখনি কর্তৃপক্ষ বিভিন্ন ইটভাটা মালিক ও বয়লারচালিত কল-কারখানার মালিকের কাছে বিক্রি করে।

রাইজিংবিডি / সুলতান / রিশিত / ক.কর্মকার