অন্য দুনিয়া

কুমিল্লায় কালিমন্দিরে চুরি ও ভাঙচুর

জেলা প্রতিবেদককুমিল্লা, ৩ ফেব্রুয়ারি : কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলার একটি কালিমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

গভীর রাতে গাছবাড়িয়া গ্রামের কালিমন্দিরের ৫টি তালা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে। এসময় মন্দিরে থাকা পিতলের থালা-বাটি, হাঁড়ি-পাতিল ও প্লেটসহ দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি করে। এছাড়া ঠাকুর বসার সিংহাসন ও প্রতিমা ভাঙচুর করে।

মন্দির কমিটির সভাপতি ডা. শংকর চন্দ্র দে  জানান, এ ঘটনায় মন্দিরের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আজ সোমবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান এবং থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, চুরির ঘটনায় অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা  করা হয়েছে।

 

রাইজিংবিডি / মহিউদ্দিন / মোস্তাফিজ