জেলা প্রতিবেদকনরসিংদী, ১৬ মার্চ : নরসিংদীর পাঁচদোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোর ৫টায়র দিকে এই অগিকাণ্ডের ঘর্টনা ঘটে।মাধবদী ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী অফিসার বেলায়েত হোসেন জানান, আগুনের খবর পেয়ে নরসিংদী ও মাধবদীর চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিষ্টির দোকানের চুলার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে অন্তত ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
রাইজিংবিডি/গাজী হানিফ মাহমুদ/রণজিৎ