অন্য দুনিয়া

নরসিংদীতে নিহত ১০ পুলিশের স্মরণে স্মৃতিস্তম্ভ

জেলা প্রতিবেদকনরসিংদী, ১৮ মার্চ : ২০১১ সালের ১৫ জানুয়ারি নরসিংদীতে বাংলাদেশ পুলিশের ইতিহাসে এক মর্মান্তিক স্মৃতিবিজড়িত দিন।এ দিন দায়িত্ব পালন করতে গিয়ে নরসিংদীর বেলাব উপজেলার দুজন ওসি ও আটজন কনস্টেবলসহ ১০ জন পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত হন। আর দিনটিকে স্মৃতিময় করে রাখতে নরসিংদী জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়ায় নির্মাণ করেছেন এক দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ। পুলিশের মনোগ্রাম, মাঝখানে বেয়নেট-সংযুক্ত একটি ৩০৩ রাইফেলের প্রতিকৃতি, একটি উড়ন্ত পায়রা এবং সারিবদ্ধ ১০টি জ্বলন্ত মোমবাতির প্রতিকৃতির সমন্বয়ে তৈরি করা এই স্মৃতিস্তম্ভের নাম দেওয়া হয়েছে ‘দৃপ্ত শপথ’। মঙ্গলবার দৃপ্ত শপথের আনুষ্ঠানিক উদ্বোধন  করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : নরসিংদী-৩ শিবপুর আসনের সাংসদ আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, নরসিংদীর পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ নেওয়াজ  খালেদ, অতিরিক্ত পুলিশ সুপার মুখলেছুর রহমান, বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদির মোল্লা ও আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। উল্লেখ্য, নরসিংদী পৌরসভা নির্বাচন কেন্দ্র করে ২০১১ সালের ১৫ জানুয়ারি নরসিংদী পুলিশ লাইনে আয়োজন করা হয় এক পুলিশ ব্রিফিংয়ের। এই ব্রিফিংয়ে যোগদানের জন্য বেলাব থানা পুলিশের দুজন ওসি ও আটজন পুলিশ কর্মকর্তা-কর্মচারী একটি পিকআপ ভ্যান নিয়ে নরসিংদীর উদ্দেশে রওনা দেন। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া নামক স্থানে পৌঁছলে হঠাৎ দুর্ঘটনায় পতিত হয়। এতে ১০ জন পুলিশ কর্মকর্তা-কর্মচারী নিহত হন। এই দুর্ঘটনায় নরসিংদীসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছিল।

রাইজিংবিডি/গাজী হানিফ/সোহাগ/ক.কর্মকার