অন্য দুনিয়া

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।

বুধবার দুপুরে বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা এবং ৩৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

আহতদের মধ্যে আব্দুল কুদ্দুস (১৫), হামদু মিয়া (১২), সাকিব (১৫), বিল্লাল মিয়া (৩৬), আবু কালাম (৩০), হারুন মিয়া (৪০), জসিম মিয়া (২৪), দুলাল মিয়া (৪০), জাহের মিয়া (৩০), সাচ্চু মিয়া (৩২), আব্দুল গনি (৩০), আমিনুল ইসলাম (২৬), আনচনা বেগম (১০), হাফিজ মিয়া (২৫), মনোয়ারা বেগম (৩৫), মাসুদ মিয়া (১৫), শাহীন (২৪) ও ফরিদ মিয়াকে (৩৮) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।

এলাকাবাসী জানান, সকালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূইয়ার (দোয়াত-কলম) বেশ কয়েকটি পোস্টার নাজিরাবাড়ী গ্রামে ছিড়ে ফেলে একই এলাকার বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাজী রফিকুল ইসলাম (কাপ-পিরিচের) সমর্থক হান্নানের নেতৃত্বে কয়েকজন যুবক। বিষয়টি দেখে ফেলে তানভীর ভূইয়ার সমর্থকরা তাদের মারধর করে।

এ ঘটনার জের ধরে দুপুরে ওই গ্রামের ছানাউল্লা মাস্টারের নেতৃত্বে কাজী রফিকুল ইসলামের সমর্থকরা এবং খেলু মিয়া সর্দারের নেতৃত্বে তানভীর ভূইয়ার সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ৪০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা এবং ৩৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রসুল আহমেদ নিজামী বলেন, পরিস্থিতি শান্ত আছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

   

রাইজিংবিডি/সমীর চক্রবর্তী/১৪ মে ২০১৪/বকুল