অন্য দুনিয়া

নিশান হত্যাকাণ্ডে গ্রেফতার ৩

যশোর প্রতিনিধি : যশোর শহরের লালদীঘিরপাড় এলাকার রাশেদুল ইসলাম নিশান (৩০) হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সকলে নিহত নিশানের বন্ধু বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।গ্রেফতার তিনজন হচ্ছেন বেজপাড়া পিয়ারী মোহন সড়কের সুশীল শেখরের ছেলে চন্দ্র শেখর, শহরের খালধার রোড এলাকার ফজুলর রহমানের ছেলে মশিয়ার রহমান ও নড়াইলের ভুয়াখালী গ্রামের ফজলুর রহমানের ছেলে সোহেল।পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বুধবার রাতেই চন্দ্র শেখর ও মশিয়ারকে তাদের বাড়ি থেকে এবং সোহেলকে আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। সোহেলের কাছ থেকে রক্তমাখা চাকু ও পোশাক এবং মশিয়ারের কাছ থেকে রক্তাক্ত পোশাক উদ্ধার করা হয়েছে। তিনি জানান, চুরি করা একটি মোবাইল ফোন বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে কোন্দলে নিশানকে হত্যা করেছে তার বন্ধুরা। তার শরীরে ছুরির আঘাতের ১৮টি ক্ষত রয়েছে।নিশানকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের লালদীঘির পশ্চিমপাড়ে হত্যা করা হয়। তিনি শহরের খালধার রোডের লোন অফিসপাড়ার মাহতাব আলমের ছেলে।

   

রাইজিংবিডি/যশোর/২৯ মে ২০১৪/রিটন/বকুল