অন্য দুনিয়া

কুষ্টিয়ায় জমে উঠেছে ঈদের বেচাকেনা

কুষ্টিয়া প্রতিনিধি :  ঈদের দুই সপ্তাহ বাকী থাকলেও কুষ্টিয়ায় জমে উঠেছে ঈদ বাজার। অভিজাত শপিংমল কিংবা বড় বড় বিপণি বিতানসহ এনএস রোডের ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মত। তবে গতবারের চেয়ে এ বছর তৈরি পোশাক ও গজ কাপড়ের দাম বড়েছে বলে জানালেন ক্রেতারা । স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দাম একটু বাড়লেও এ বছর রমজানের শুরু থেকেই বেচা-কেনা বেশ ভালো। ক্রেতাদের আকৃষ্ট করতে অভিজাত শপিংমল ও বিপণি বিতানগুলো সাজানো হয়েছে বাহারি রঙে। অভিজাত বিপণি বিতানগুলোতে শোভা পাচ্ছে মেয়েদের পাখি, আনার কলি, লেহেঙ্গা, পাগলু, শিলা, ঝিলিক, ফুলকি, শিপন, স্কাট টপস, থ্রি পিস, জিন্স প্যান্ট, জামদানি শাড়ি, বেনারশি, কাতান, সিল্ক, জর্জেট জয়পুরিসহ নানা পোশাক। ছেলেদের পাঞ্জাবি,  ফতুয়া, টি-শার্ট, প্যান্ট এবং বাচ্চাদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের তৈরি পোশাক। তবে বিক্রেতারা জানিয়েছেন, ঈদের আগে আরো নতুন নতুন ডিজাইনের তৈরি পোশাক আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া তৈরি পোশাকের সঙ্গে জুতা, চুড়ি, কসমেটিক্স ও বিভিন্ন গহনার দোকানগুলোতেও বেশ ভিড়। এনএস রোডের দোকানগুলোতেও বেচা-কেনার ধুম লেগেছে। নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ক্রেতাদের উপস্থিতি বেশি। এনএস রোডের বিভিন্ন দোকান, বঙ্গবন্ধু সুপার মার্কেট, আব্দুল ওয়াহেদ মার্কেট, এফকে জুয়েলার্স মার্কেট, থানার মোড় মার্কেট, লাভলি টাওয়ারসহ বিভিন্ন মার্কেটে নারী-পুরুষের উপচে পড়া ভিড়। চলছে জমজমাট কেনা-বেচা। বাজারে কাপড় কিনতে আসা কুষ্টিয়া সদরের আইলচারার লাভলি ও শিউলি আক্তার জানান, এবার ঈদে নতুন কি এসেছে তা দেখতে এসেছি। যদি পছন্দ হয় তাহলে থ্রি পিস ও গজ কাপড় কিনব। গত বছরের তুলনায় গজ কাপড় ও থ্রি পিসের দ্বিগুণ দাম বেড়েছে। জামার লেছ ফিতা, জরি ও চুমকির দামও বেড়েছে বলে তারা জানান। দোকানিরা জানান, কসমেটিক্স পণ্য কেনার দিকে মেয়েদের আগ্রহ বেশি থাকে। এবারও কেনা-বেচা বেশ ভালো। এদিকে ফুটপাতের দোকানগুলোতে সমানতালে স্বল্প আয়ের লোকজন কেনাকাটা করছেন। কেনাকাটা করতে আসা কুমারখালীর ছাবদার হোসেন জানান, গত বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম অনেক বেড়েছে। আমাদের মত স্বল্প আয়ের লোকদের কাপড় কেনা খুবই কঠিন হয়ে পড়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৪/কাঞ্চন কুমার/ইভা