অন্য দুনিয়া

বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মা ও মেয়েসহ এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দক্ষিণ সুরমা থানার ওসি মোরসালিন আহমেদ জানান, হবিগঞ্জ থেকে সিলেটগামী বাসটি তেলিবাজারে পৌঁছালে বিপরীতমুখী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।  নিহতরা হলেন- যাত্রী রোকসানা বেগম (৩৫) ও তার মেয়ে মিম (১০) এবং অটোরিকশা চালক আবদুস সালাম (২৫)। নিহতরা সবাই সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার বাসিন্দা।আহত দুজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৪/দিলারা