অন্য দুনিয়া

গোপালগঞ্জে ঈদ বাজারের বেহাল অবস্থা

গোপালগঞ্জ  প্রতিনিধি : ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। পরিবারের সদস্যদের জন্য কেনা হচ্ছে নতুন পোশাক। তাই সব দোকানেই এখন ক্রেতাদের ভিড় থাকার কথা। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে গোপালগঞ্জের ঈদের বাজারে নেই কোনো ভিড়। বৃষ্টি আর কাদায় সয়লাব হয়ে গেছে গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন রাস্তাঘাট। আর তাই ক্রেতাদের ভোগান্তিও বেড়ে গেছে অনেক। হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে অনেকেই ঈদ বাজারে ঢুকে আটকা পড়ছেন। যেতে পাড়ছেন না এক মার্কেট থেকে আরেক মার্কেটে। অনেকেই আবার আসতে পাড়ছেন না বাজারে। পছন্দ করতে পারছেন না নিজের পছন্দমাফিক কাপড়চোপড়।বৃষ্টি আর কাদার কারণে ব্যবসায়ীরাও পড়েছে বেকায়দায়। ক্রেতা না থাকায় দোকানিরাও অলস সময় কাটাচ্ছেন দিনের অনেকটা সময়। কেনাবেচায়ও নেমেছে ধস। গত কয়েক দিনের বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ছিট কাপড় ব্যবসায়ীদের। এভাবে চলতে থাকলে ঈদে লোকসানের মুখে পড়তে হবে ব্যবসায়ীদের।এদিকে ঈদ ঘনিয়ে আসায় কোনো অর্ডার নিচ্ছেন না দর্জিরা। ফলে অনেকেই ছিট কাপড় কিনে পড়েছেন বিপাকে। তাই ক্রেতারা এখন আর ছিট কাপড় কিনতে চাইছেন না।এক ক্রেতা জানান, ‘ঈদে পরিবারের জন্য কাপড় কিনকে বাড়ি থেকে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও পড়তে হচ্ছে বৃষ্টির মুখোমুখি। ফলে আমরা মার্কেটে যেতে পারছি না। আর কেনাও হচ্ছে না নতুন কাপড়। অনেক সময় ঘর থেকেই বের হওয়া যাচ্ছে না।’দোকানিরা জানান, বৃষ্টি হলেও মার্কেটগুলো ফাঁকা হয়ে যায়। ক্রেতারা তখন আর কোনো মালামাল কিনতে চান না। ফলে দিনের অধিকাংশ সময় অলসভাবে কাটাতে হয় আমাদের। এ কারণে এবারের ঈদে লোকসানের মুখে পড়তে হবে। তবে আর যদি বৃষ্টি না হয় তবে ঈদের যে কদিন বাকি রয়েছে সে কয় দিনে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা।

 

রাইজিংবিডি/ গোপালগঞ্জ/২৭ জুলাই ২০১৪/বাদল সাহা/রণজিৎ