অন্য দুনিয়া

রাজশাহীতে পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন। মাহাতাব হোসেন চৌধুরী জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ব্যারিস্টার মাহাবুবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রাতে পরিবহন নেতৃবৃন্দের বৈঠক হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পরে বাস ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরো জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে। তখন যদি ফলপ্রসূ আলোচনা না হয় তাহলে আবার ধর্মঘটের ডাক দেওয়া হবে। প্রশাসনের সঙ্গে আলোচনায় রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজসহ কয়েকজন পরিবহন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। এর আগে বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার দুপুর ১টায় রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি এ ধর্মঘটের ডাক দেন। বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে, নসিমন, করিমন, ভুটভুটি, পাওয়ারটিলার, ট্রাক্টরসহ অবৈধ যান চলাচল বন্ধ, সিএনজি, মাহেন্দ্র, থ্রিহুইলার, ইমা রুট পারমিট বহির্ভূত এলাকায় চলাচল বন্ধ ও রুট পারমিট প্রদান বন্ধ, লিজকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলাভিত্তিক চলাচল বন্ধ, স্কেলের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ, বিআরটিএর ট্যাক্স টোকেন ও ফিটনেসের বর্ধিত ফি প্রত্যাহার এবং সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ।

 

রাইজিংবিডি/ঢাকা/ ৬ আগস্ট ২০১৪/তানজিমুল হক/রাসেল পারভেজ