অন্য দুনিয়া

সুরমায় নৌকাডুবি : পাঁচ যাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদীতে মঙ্গলবার রাত ১১টার দিকে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এতে পাঁচ যাত্রী নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গোলাপগঞ্জের কান্দিরঘাট এলাকায় সুরমা নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার বাঘা ইউনিয়নের সুরমা নদীতে খেয়া পারাপারের যাত্রীবাহী নৌকাটি সরস্বতী এলাকা থেকে ছেড়ে আসে। কান্দিরঘাট এলাকায় একটি মালবাহী ট্রলার ধাক্কা দিলে তলিয়ে যায় নৌকাটি।

নৌকায় ১৫ থেকে ১৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১১ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। বাকিরা নিখোঁজ রয়েছেন।

নৌকার একজন যাত্রী জানান, নৌকায় চারটি মোটরসাইকেলসহ ১৫ থেকে ১৬ জন যাত্রী ছিলেন। ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে তিনিসহ বেশ কয়েকজন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। তীরে উঠতে পারলেও অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী বলেন, নৌকাটিতে কোনো নারী-শিশু ছিল না। যে ১০/১২ জন পুরুষ ছিলেন, তারা সবাই তীরে সাঁতরে উঠতে সক্ষম হয়েছেন। নৌকায় কতজন যাত্রী ছিল, তা বলতে না পারলেও কেউ নিখোঁজ হননি বলে দাবি করেন ওসি শিবলী।

 

রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৪/রাসেল পারভেজ/এএ