অন্য দুনিয়া

সেন্টমার্টিনে আটকে পড়া দুই শতাধিক পর্যটক ফিরেছেন

কক্সবাজার প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনদ্বীপে গত তিন দিন ধরে আটকে পড়া দুই শতাধিক পর্যটক অবশেষে ফেরত এসেছেন টেকনাফে। বুধবার বিকেল সাড়ে ৪টায় টেকনাফ কোস্ট গার্ডের সহযোগিতায় এলসিটি কুতুবদিয়া লঞ্চে করে তাদের ফেরত আনা হয়।টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. কাজী হারুন উর রশীদ রাইজিংবিডিকে জানান, বুধবার সকালে কোস্ট গার্ড সদস্যরা এলসিটি কুতুবদিয়া লঞ্চটি নিয়ে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ফেরত আনতে যান। পরে বিকেল সাড়ে ৪টায় টেকনাফ ঘাটে ফেরত আনা হয়।তিনি আরো বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সেন্টমার্টিনে জাহাজ চলাচল করবে।উল্লেখ্য, ঈদের ছুটিতে সেন্টমার্টিনে বেড়াতে যান এসব পর্যটক। গত ৩ আগস্ট বৈরী আবহাওয়ায় নৌ চলাচল বন্ধ থাকায় প্রায় সাড়ে ৩০০ পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়েন। এ সব পর্যটকদের মধ্যে গত সোমবার ও মঙ্গলবার ১৫০ জন পর্যটককে স্থানীয় কোস্ট গার্ড বিশেষ ব্যবস্থায় ফিশিং ট্রলারে করে টেকনাফ ঘাটে নিয়ে আসলেও আরো দুই শতাধিক পর্যটক সেন্টমার্টিনদ্বীপে আটকে পড়ে ছিলেন।

 

রাইজিংবিডি/কক্সবাজার/৬ আগস্ট ২০১৪/সুজাউদ্দিন রুবেল/রিশিত খান