অন্য দুনিয়া

শার্শা সীমান্তে ১৫ লাখ টাকার পণ্য জব্দ

যশোর প্রতিনিধি : আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল সীমান্তের ছোট আচড়া গ্রামে চোরাই পণ্য আটক করতে গিয়ে বিজিবি ও চোরাচালানিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিজিবি এ সময় আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি ছুঁড়লে দুই চোরাচালানি আহত হয়। এ সময় ১৫ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়।যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, শনিবার ভারত থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে চোরাকারবারীরা, এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ছোট আচড়া গ্রামে চোরাচালানিদের চ্যালেঞ্জ করে। এতে চোরাচালানকারীরা বিজিবির ওপর হামলা চালায়। বিজিবি এ সময় আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি ছুঁড়লে চোরাচালানকারী বিজিবিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।বিজিবি ঘটনাস্থল থেকে ১৫ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে। এ ঘটনায় দুই চোরাচালানি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৪/রিটন/সাইফুল