অন্য দুনিয়া

রংপুরে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, রংপুর : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে শোক র‌্যালি, আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিল।

সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধণমিত করে রাখা হয়।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ ও শোক র‌্যালিতে অংশ নেন সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ আহমেদ, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, জেলা প্রশাসক ফরিদ আহম্মদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

     

রাইজিংবিডি/রংপুর/১৫ আগস্ট ২০১৪/জাহাঙ্গীর আলম বাদল/ইভা