একবার ভাবুন তো, শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে কোনো শিক্ষার্থী ঘুমিয়ে পড়েছে, তাহলে কী হবে? শিক্ষক হয়তো ওই শিক্ষার্থীকে ডেকে তুলবেন, ক্লাসরুম থেকে বের হয়ে যেতে বলবেন অথবা কটু কথা শোনাবেন। সেই কথা শুনে হেসে উঠবে ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থী—সাধারণত এমনই হওয়ার কথা। কিন্তু জাপানে ক্লাসরুমে কোনো শিক্ষার্থী ঘুমিয়ে পড়লে তাকে সম্মান করা হয়।
জাপানের একটি সংস্কৃতি হচ্ছে ‘ইনেমুরি’। এই শব্দের অর্থ হচ্ছে ‘জেগে থাকতে থাকতে ঘুমোনো’ । জাপানি শিক্ষার্থীরা শুধু স্কুলেই নয়— জুকু অর্থাৎ (অতিরিক্ত কোচিং), ক্লাব অ্যাক্টিভিটি, এমনকি পার্ট-টাইম জবও করে থাকে। এর ফলে তারা প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে। ক্লাসে অনেক সময় কোনো কোনো শিক্ষার্থী ঘুমিয়ে পড়ে। শিক্ষকরা মনে করেন, ক্লাসে ঘুমানো মানে অলসতা নয়। বরং এর অর্থ হলো শরীর বিশ্রাম চাইছে। এই ধারণা থেকেই শিক্ষার্থীদের ঘুম আসলে তাদের ঘুমাতে দেওয়া হয়। আর এটি একধরনের সমাজ-স্বীকৃত ক্লান্তি।
শুধু ক্লাস রুমে নয়, জাপানের অফিসে, ট্রেনে, এমনকি মিটিংয়েও কেউ ঘুমালে তাকে দায়িত্বশীল ও পরিশ্রমী মনে করা হয়।