অন্য দুনিয়া

গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে আরো বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের সংখ্যাও বাড়ছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় গাইবান্ধার ঘাঘট নদীতে ৩৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদে ৪০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে এবং করতোয়ার পানি ৫০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২.৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১.০৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর ও ফুলছড়ি উপজেলার আরো কিছু গ্রামে পানি ঢুকেছে। এখন প্রায় ১৭ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

 

গাইবান্ধার জেলা প্রশাসক এহছানে এলাহী বলেন, সুন্দরগঞ্জ উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ৪০ মেট্রিক টন চাল ও ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সদর ও ফুলছড়ি উপজেলায় নতুন করে প্লাবিত মানুষের তালিকা করে তাদেরও সহযোগিতা করা হবে।

 

রাইজিংবিডি/গাইবান্ধা/১৮ আগস্ট ২০১৪/হেদায়েতুল ইসলাম/দিলারা/এএ