অন্য দুনিয়া

বিয়েতে কনে উপহার পেলেন ১০০ খাটাশ

বিয়েতে কনে মা-বাবা, আত্মীয়-স্বজনদের কাছ থেকে নানা রকমের উপহার পেয়ে থাকেন। বিভিন্ন মূল্যবান সামগ্রীর সঙ্গে গৃহপালিত পশু উপহার দেওয়ারও চল রয়েছে। যেমন আমাদের দেশে গ্রাম অঞ্চলে কনেকে বাবার বাড়ির পক্ষ থেকে গরু উপহার দেওয়া হয়। কিন্তু বিয়েতে খাটাশ উপহার দেওয়ার গল্প শুনেছেন?

বিয়েতে কনেকে ১০০ খাটাশ উপহার দিয়েছেন বাবা। কনের বাবার নাম হং চি তাম। ভিয়েতনামের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা তিনি। হং চি তাম বলেন,‘‘ আমার সন্তানরা সকলেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং তারা পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়েছেন। আমার মেয়েকে এমন সম্পদ উপহার দিয়েছি যাতে সেও আয় করতে পারে। কনে চাইলে খাটাশগুলো পালন করতে পারে অথবাবা বিক্রিও করতে পারে।’’

কনেকে দেওয়ার একশো খাটাশের বাজারমূল্য ৭০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ টাকা। এই প্রাণীগুলো বিশ্বের সবচেয়ে দামি কফি কোপি লুয়াক উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, কনে যে শুধু খাটাশ উপহার পেয়েছেন তা নয়, তার পাওয়া উপহারগুলোর মধ্যে আরও রয়েছে ২৫টি সোনার বার, ২০ হাজার ডলার নগদ, ৩০০ মিলিয়ন ডং মূল্যের কোম্পানির শেয়ার এবং একাধিক উচ্চমূল্যের সম্পত্তি। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া