‘স্বাধীনতা’ এমন একটি শব্দ যাকে কোনো ভাবেই পরিপূর্ণরূপে ব্যাখ্যা করা সম্ভব নয়। কোথায় যেন অপূর্ণতা রয়ে যায়। এই শব্দটির বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন বিশ্বখ্যাত ব্যক্তিরা । কয়েকটি উক্তি সম্পর্কে চলুন জানা যাক।
জেমস বাল্ডউইন স্বাধীনতা এমন কিছু নয় যা কাউকে দেওয়া যায়। স্বাধীনতা হলো এমন কিছু যা মানুষ ছিনিয়ে নেয়, এবং মানুষ ততটুকুই মুক্ত, যতটুকু সে হতে চায়।
মহাত্মা গান্ধী ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতার কোনো মূল্য নাই।
নেলসন ম্যান্ডেলা কারণ মুক্ত হওয়া মানে কেবল নিজের শৃঙ্খল ত্যাগ করা নয়, বরং এমনভাবে জীবনযাপন করা যা অন্যদের স্বাধীনতাকে সম্মান করে এবং বৃদ্ধি করে।
জর্জ ওয়াশিংটন যদি বাকস্বাধীনতাকে হরণ করা হয়, তাহলে আমরাও ভেড়ার মতো জবাইয়ের জন্য চালিত হতে পারি।
জন এফ. কেনেডি সামঞ্জস্যপূর্ণতা স্বাধীনতার কারারক্ষী এবং বৃদ্ধির শত্রু।
রবার্ট ফ্রস্ট স্বাধীনতা সাহসীর মধ্যে নিহিত।
চার্লোট্টি ব্রোন্টি আমি পাখি নই। আমি বাসা বানিয়ে নেবার ফাঁদেও পড়তে চাই না। আমি মুক্তচিন্তা এবং ইচ্ছার সাথে বেড়ে ওঠা একজন স্বাধীন মানুষ।
ভার্জিনিয়া উলফ আপনি আপনার লাইব্রেরির দরজা চিরকালের জন্য বন্ধ করতে পারেন। কিন্তু একটি মুক্ত স্বাধীন মনের কোনো গেট থাকে না, কোনো তালা থাকে না, কোনো সীমানা থাকে না।