অন্য দুনিয়া

বাবা-মাকে ত্যাজ্য

কুষ্টিয়া প্রতিনিধি : ত্যাজ্যপুত্র কিংবা কন্যার কথা আমরা শুনেছি। বাবা-মা তাদের সন্তানকে ত্যাজ্য করে, এমন দৃষ্টান্ত দেখা যায়। তবে এবার বাবা-মাকে ত্যাজ্য করার খবর পাওয়া গেল।কুষ্টিয়ার দৌলতপুরে বাবা-মাকে ত্যাজ্য করেছেন আমেনা আক্তার বুড়ি (৩১) নামে তাদের এক কন্যাসন্তান।আমেনা আক্তার মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের জানান, ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়া জজকোর্টের আইনজীবী আখতার মাহমুদ সাগরের নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামায় স্বাক্ষর করে বাবা-মা ও ভাই-বোনসহ আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের বুলবুল আহমেদের স্ত্রী আমেনা আক্তার তার হলফনামায় উল্লেখ করেছেন, প্রায় ১৪ বছর আগে পারিবারিকভাবে বুলবুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের বেশ কয়েক বছর ধরে বাবা-মায়ের সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল। কিন্তু ২০০৫ সাল থেকে স্বামীকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে আমেনার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। বাবা-মা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানেও তাকে এড়িয়ে চলে।তারপরও স্বামীসহ আমেনা তার বাবা প্রাগপুর ইউনিয়নের ইসলামনগর পোয়ালবাড়ি গ্রামের আমান মণ্ডল ও মা জেলেয়ারা খাতুনসহ পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক বজায় রাখায় চেষ্টা করেন। তবে তারা বুলবুল ও আমেনার সঙ্গে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটান। তাই স্বেচ্ছায় আমেনা তার বাবা-মা ও ভাই-বোনসহ পরিবারের সকলের সঙ্গে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করে সব সম্পর্ক ছিন্ন করেছেন। এরপর থেকে বাবা-মায়ের সঙ্গে আমেনার আর কোনো সম্পর্ক থাকবে না বা বাবার অর্থবিত্ত, সহায়-সম্পত্তি, ব্যাংক-ব্যালেন্সের প্রতি কোনো দাবিও থাকবে না আমেনার।এরপরও স্বামী কিংবা তার সঙ্গে অসদাচরণ ও দুর্ব্যবহার করা হলে ত্যাজ্য বাবা-মাসহ পরিবারের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হলফনামায় উল্লেখ করেন আমেনা।এদিকে মেয়ে তার বাবা-মাকে ত্যাজ্য করার বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৪/কাঞ্চন/সাইফুল/এএ