নিজস্ব প্রতিবেদক, যশোর : চলতি বছরের নভেম্বর মাস থেকে হাতের লেখা পাসপোর্ট পুরোপুরি বাতিল হচ্ছে। হাতে লেখা পাসপোর্টে বিদেশে ভ্রমণের সময়সীমা নভেম্বর পর্যন্ত বেধে দিয়েছে সরকার। যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নোমান জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি হয়েছে ৫ বছর আগে। যাদের পাসপোর্টের মেয়াদ ছিলো, তারা হাতে লেখা পাসপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারতেন। এখন আর হাতে লেখা পাসপোর্টে বিদেশ ভ্রমণ করা যাবে না। গত ১৪ জানুয়ারি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে সারা দেশের আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, যাদের মেশিন রিডেবল পাসপোর্ট নেই, তাদেরকে অবিলম্বে মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি করে নেওয়ার জন্য বলা হয়েছে।
রাইজিংবিডি/যশোর/১৩ ফেব্রুয়ারি ২০১৫/রিটন/রাজু