নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের সদর ও চৌগাছায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে হঠাৎ করেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সঙ্গে শুরু হয় ব্যাপক শিলাবৃষ্টি।
বিকেল ৫টার দিকে চৌগাছার আকাশে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায়। এর আধা ঘণ্টা পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ার ১০ মিনিট পর ব্যাপকভাবে শিলাবৃষ্টি শুরু হয়। যা প্রায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী হয়। এর আগে বসন্তের প্রথম প্রহরে চৌগাছার ওপর দিয়ে স্বল্প পরিসরে শিলাবৃষ্টি হলেও তাতে তেমন কোনো ক্ষতি হয়নি। এক সপ্তাহের ব্যবধানে আবারও শিলাবৃষ্টি হওয়ায় উপজেলার চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আন্দুলিয়া, বল্লভপুর, ইছাপুর, পাচনামনা, কংশারীপুর, কয়ারপাড়া, চাঁনপুর, মন্মতপুর, হুদাপাড়া, লস্কারপুর এলাকায় এই শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।
শিলাবৃষ্টি হওয়া এলাকার সংশ্লিষ্ট কৃষকরা মোবাইল ফোনে জানান, তাদের এলাকায় মশুড়ি, গম, ভুট্টা, ছোলা ও খ্যাসাড়ি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ দিকে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নে ব্যাপক শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এই ইউনিয়নে রামভদ্রপুর, কুষ্টিয়া গ্রামের মাঠে পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে।
রাইজিংবিডি/যশোর/১৯ ফেব্রুয়ারি ২০১৫/সাকিরুল কবীর রিটন/রুহুল