অন্য দুনিয়া

রাজশাহীতে রাজপাড়া থানা যুবদলের সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা যুবদলের সভাপতি সাহানুর রহমান মিঠুকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

 

শনিবার সকাল ১১টার দিকে হরতাল-অবেরাধে নাশকতার অভিযোগে নগরীর সুফিয়ান মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

রাজশাহী মহানগর পুলিশের (মুখপাত্র) ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, যুবদল নেতা সাহানুর রহমান মিঠুকে অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে আটক করে বর্তমানে গোয়েন্দা অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আজ বিকেলের মধ্যেই তাকে শহরে ঘটে যাওয়া বিভিন্ন নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

       

রাইজিংবিডি/রাজশাহী/২৮ ফেব্রুয়ারি ২০১৫/তানজিমুল হক/রণজিৎ