বাবা দিবস _x

বিশ্বের সবচেয়ে বর্ণিল উৎসব

রাসেল পারভেজ : বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বর্ণিল উৎসব রিও কার্নিভাল। রঙবেরঙের পোশাকের ঘনঘটায় রঙিন হয়ে ওঠে ব্রাজিলের রিও ডি জেনিরো শহর।

 

চোখ ধাঁধানো পরিবেশনা, উচ্ছ্বাস-উল্লাসে রিও ভরে যায় প্রাণের সঞ্চারণে। কোনো বাধা নেই, যেমন ইচ্ছা সাজসজ্জা নিয়ে রাস্তায় নেমে আনন্দ করার পূর্ণ আয়োজন থাকে রিওতে। এ শুধু ব্রাজিলের উৎসব- তা বললে বড্ড ভুল হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হয় রিও কার্নিভালে।

 

এবার রিও কার্নিভাল শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে। চলছে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পাঁচ দিন আনন্দের বন্যা বয়ে যাবে। প্রতিবারের মতো এবারও বাঁধভাঙা প্লাবনের মতো রিও রাস্তায় উচ্ছ্বসিত জনতার ঢল নেমেছে। এবার প্রায় ২০ লাখ বিদেশি এসেছেন রিওর রঙে রঙিন হতে।

 

এবার রিও কার্নিভাল নিয়ে বড় ধরনের উদ্বেগে ছিলেন আয়োজকরা। জিকা ভাইরাসের কারণে অনেক পর্যটক আসেননি। বিশ্বে যতগুলো দেশে জিকা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, তার মধ্যে ব্রাজিল সবার ওপরে।

 

দেশটির প্রায় সাড়ে ৩ হাজার নারী গর্ভাবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে জিকা ভাইরাসের ছড়িয়ে পড়া রোধে ব্রাজিল সরকারের বলিষ্ঠ পদক্ষেপ কার্যকরী ভূমিকা রেখেছে। অবশ্য উদ্বেগ উপেক্ষা করেও বছরের সবচেয়ে বর্ণিল আয়োজনে অংশ নিতে এসেছেন অনেকে।

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৬/রাসেল পারভেজ/নওশের