বাবা দিবস _x

সিল মাছের রেস্তোরাঁ ভ্রমণ

রাসনা মিথি : মোটা থলথলে শরীরটা কোন মতে টেনে টেনে সময় নিয়ে রাস্তা পার হয় একটি সিল মাছ। এ দৃশ্য প্রতিদিনের। দুই লেনের এ রাস্তা পেরুতে জান বেরিয়ে যায় সিলটার।

 

আর তার রাস্তা পেরুনো পর্যন্ত ঠাঁয় দাঁড়িয়ে থাকতে হয় গাড়িগুলোকে। মহারাজা রাস্তা পার হবেন, তারপরই না অন্য কেউ রাস্তা পারাপারের সুযোগ পাবে।

 

স্যামি নামের এ সিল মাছটা রোজ তার প্রিয় রেস্তোরায় খেতে যায়। লাইট হাউজ নামে সিফুড এ রেঁস্তোরাটাই তার সবচেয়ে প্রিয়। আয়ারল্যান্ডের ডাবলিনের হউথ হারবারের সিল মাছ এটি।

 

রেস্তোরাঁয় আসলে কখনো খাবার জুটে কপালে, কখনো রেস্তোরাঁর মালিক তেড়ে আসে। চেয়ার দিয়ে ভয় দেখিয়ে ঠেলতে ঠেলতে রাস্তা পার করে সমুদ্রে দিয়ে আসে। আবার কখনো মাছ ছুঁড়তে থাকে সমুদ্রের দিকে। স্যামি মাছ কুড়াতে কুড়াতে সমুদ্রে গিয়ে পড়ে। এ দৃশ্য প্রতিদিনকার।

 

আবার প্রায় সময়ই দেখা যায়, চেয়ার দিয়ে ভয় দেখিয়ে রেস্তোরাঁর মালিক স্যামিকে সমুদ্রের দিকে ফেলে আসলেন। তারপর যেই না রেস্তোরাঁর দিকে পা বাড়িয়েছেন ওমনি স্যামিও মাথা তুলেছে পানি থেকে। প্রিয় রেঁস্তোরা বলে কথা, যে করেই হোক এ রেঁস্তোরার খাবার এক বেলা হলেও তাকে খেতে হবে।

 

তথ্যসূত্র: মেট্রো

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৬/মিথি/ফিরোজ