বাবা দিবস _x

কুংফু কাঠবিড়ালি

ডেস্ক রিপোর্ট : কুংফু কাঠবিড়ালি- শিরোনাম দেখেই আঁতকে উঠলেন? ছবিগুলো দেখে আপনার আঁতকে ওঠার কোনো কারণ নেই।

 

কাঠবিড়ালির ভাব দেখে মনে হবে যেন চীনের কোনো কুংফু সিনেমার দৃশ্য দেখছেন আপনি। বিড়ালগুলোর লাফালাফি দেখে বোঝার উপায় নেই যে কুংফু অ্যাকশনে কী দুর্দান্ত লড়াই করছে তারা।

 

ছবিতে দেখা যাচ্ছে, একটি কাঠবিড়ালি আরেকটি কাঠবিড়ালিকে লাফিয়ে পা দিয়ে হটানোর চেষ্টা করছে। একপর্যায়ে দুই কাঠবিড়ালি একে অপরের পিঠে মুখ দিয়ে হটানোর চেষ্টা করে।

 

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর সফটওয়্যার ইঞ্জিনিয়ার আলেকজান্দ্রা খিজগিলো (৫০) তার বাড়ির কাছ থেকে ছবিগুলো তুলেছেন।

   

আলেকজান্দ্রা খিজগিলো বলেন, ‘ছবিগুলো তুলতে অনেক সময় লেগে যায়। ওদের যুদ্ধের চিত্র ধারণ করতে ক্যামেরা স্থাপন করতে সমস্যা হচ্ছিল। তারপর অনেক কষ্ট করে ছবিগুলো ধারণ করেছি। যা এক বিরল ঘটনা।’

 

তথ্যসূত্র : ডেইলি মেইল অনলাইন

   

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৬/সাইফ/রফিক/ এএন