এম. শাহীন গোলদার, সাতক্ষীরা : দেশের দক্ষিণাঞ্চলের জেলা সাতক্ষীরায় প্রাচীন ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শ্রীশ্রী পঞ্চমন্দির অন্যতম। প্রায় ২০০ বছরের পুরনো এ মন্দির সাতক্ষীরায় অবস্থিত। নবদ্বীপের মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্রের রাজত্বকালে সাতক্ষীরা পুরনো বাজার সংলগ্ন ১২০১ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শ্রীশ্রী পঞ্চমন্দির। চিরস্থায়ী বন্দোবস্তের সময় মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র ক্রয়কৃত সম্পত্তিতে কলকাতা থেকে বডুন পরগনা দেখাশোনার জন্য ‘সাতঘর কুলিন ব্রাহ্মণ’ এখানে বসত শুরু করেন। পরে এ এলাকার নাম `সাতঘরিয়া` থেকে সাতক্ষীরা হয়। অতঃপর এখানে গড়ে তোলে পঞ্চমন্দির। মন্দিরগুলো হচ্ছে শ্রীশ্রী গোবিন্দ মন্দির, শ্রীশ্রী শিব মন্দির, শ্রীশ্রী অন্নপুণ্যা মন্দির ও শ্রীশ্রী কাল ভৈরব মন্দির। কালের বিবর্তনে জমিদারি প্রথা চলে আসলে জমিদাররা এখানে তাদের পূজা অর্চনা শুরু করেন।
রাইজিংবিডি/সাতক্ষীরা/২১ অক্টোবার ২০১৫/এম. শাহীন গোলদার/রণজিৎ/রিশিত