সাতসতেরো

‘সে তার প্রিয় গান শুনছে’

ডেস্ক রিপোর্ট : প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা করতে প্রাণপ্রিয় পোষা কুকুরটিকে ব্যক্তিগত গাড়ির মধ্যে আটকে রেখে বাইরে গেছেন তার মালিক। সেই সঙ্গে একটি চিরকুট লিখে জানালায় লাগিয়ে দিয়েছেন।

 

এদিকে সেই দৃশ্য ধারণ করে টুইটারে একটি ছবিসহ পোস্ট দিয়েছেন ফিয়োসেস নামে এক ব্যক্তি। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে।

 

ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির জানালার কাঁচের চিরকুটে মালিক লিখে দিয়েছেন, ‘অনুগ্রহ করে জানালা ভাঙবেন না। এয়ারকন্ডিশনার চালু রয়েছে। তার কাছে পানি রয়েছে এবং সে এখন তার প্রিয় গান শুনছে।’

 

এই ছবিটি কয়েক হাজার বার টুইট করা হয়েছে এবং এতে লাইকও দেওয়া হয়েছে।

 

আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, গাড়ির মধ্যে পোষা কুকুরকে রেখে যাওয়া কী কোনো ভালো বুদ্ধি?

 

প্রাণীদের সঙ্গে নিষ্ঠুর আচরণ প্রতিরোধ কমিটির (আরএসপিসিএ) একজন মুখপাত্র বলেন, এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন। তবে প্রতিটি ঘটনায় আলাদা, তাই একটি নির্দিষ্ট ঘটনা নিয়ে কিছু বলতে পারব না, যদি কুকুরটি বিপদের মধ্যে না থাকে।

 

তিনি আরো বলেন, কখনো কখনো প্রাণীদের অতিরিক্তি আরামের জন্য খাঁচায় ভরা হয়। এখানেও এরকম ব্যাপার থাকতে পারে। এই দৃশ্যটি যারা ধারণ করেছেন তাদের কাছ থেকে জানতে হবে, যে কুকুরটি বিপর্যস্ত বা বিপজ্জনক অবস্থায় ছিল কি না। যদি তারা মনে করতেন এটি একটি সমস্যা, তাহলে তাদের আরএসপিসিএ’র হেল্প লাইনে ফোন করা উচিৎ ছিল।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৬/এসএন