সাতসতেরো

জিরাফ-গন্ডারের বন্ধুত্ব

আন্তর্জাতিক ডেস্ক : এই কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায় ... । কিন্তু তাদের মাঝে কোনো নদী বয়ে যায়নি, আছে মানুষের তৈরি কংক্রিটের দেয়াল। তাতে কী হয়েছে? এই দেয়াল বাধা হতে পারেনি তাদের কাছাকাছি আসার। পারেনি তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টিতে বাধা হয়ে দাঁড়াতে।

 

বলছি দুটি ভিন্ন প্রজাতির প্রাণির কথা। চেক প্রজাতন্ত্রের ডিভিউর ক্রালোভ চিড়িয়াখানায় তাদের বসবাস। ওই চিড়িয়াখানায় ২০১৫ সাল থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির দুটি গন্ডার রয়েছে। এর মধ্যে একটি গন্ডারের নাম জোসেফ।

 

চিড়িয়াখানায় জোসেফ যেখানে থাকে তার পাশেই থাকে একটি জিরাফ। তবে মাঝখানে একটি দেয়াল রয়েছে। গন্ডার জোসেফ ও জিরাফ দুই প্রজাতির প্রাণি হলেও তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। একজন আরেকজনের কাছে আসে। দেয়াল তাদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

 

এই ছবিগুলোই বলে দিচ্ছে তাদের সম্পর্ক কতটা গভীর। 

 

দুজনে রয়েছে পাশাপাশি তবু যেন কত দূরে।

 

জোসেফ নামের এই গন্ডারটি নিয়মিতই জিরাফের কাছে এসে বলে ‘হ্যালো’

 

জিরাফ-গন্ডার যুগল একে অপরের চোখে চোখ রাখে, আসে আরো কাছাকাছি

   

রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৬/ইভা