সাতসতেরো

কোটি টাকার পোষা প্রাণী (প্রথম পর্ব)

শাহিদুল ইসলাম : প্রতিটি মানুষেরই শখ থাকে। অনেকের শখ প্রাণী পোষা। যারা শখ করে প্রাণী পুষে তাদের কাছে দাম কোনো ব্যাপারই নয়। শখের বশে তারা কিছু কিছু প্রাণী এমন সব দামে কিনে নেয় যা শুনলে সত্যিই অবাক হতে হয়। সবচেয়ে ব্যয়বহুল ১৫টি পোষা প্রাণী নিয়ে দুই পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্বে থাকছে ৮টি প্রাণীর তথ্য। গ্রিন মানকি : নাম শুনে নিশ্চয় মনে করেছিলেন যে, এটি সবুজ রঙয়ের বানর। না, এটি বানর নয়। এটি একটি আমেরিকান রেসের ঘোড়া। প্রাণী জগতে সবচেয়ে বেশি দামে বিক্রির রেকর্ড গড়েছে এই ঘোড়া। ২০০৬ সালে দুই বছর বয়সী এই ঘোড়া নিলামে বিক্রি হয়েছে ১৬ মিলিয়ন ইউএস ডলারে। বার্বাডোজের গ্রিন মানকি গলফ কোর্সের মালিক কিনেছেন এটি। সে কারণেই ঘোড়া হয়েও এটির নাম হয়েছে গ্রিন মানকি। সিএনবিসি এর রিপোর্ট অনুযায়ী, গ্রিন মানকি যখন প্রথমবার রেসে নেমেছিল তখন এটি এক মাইলের আট ভাগের এক ভাগ দৌড়েছিল মাত্র ৯.৮ সেকেন্ডে! তবে দুর্ভাগ্যবশত পরবর্তে ইনজুরিতে পড়ার পর ঘোড়াটি এই গতিতে আর দৌড়াতে পারেনি। মিস মিসি : মিস মিসি হোলস্টেন জাতের গাভী। অনেকগুলো আন্তর্জাতিক শোতে এটি চ্যাম্পিয়ন হয়েছে। জানতে চান এটি কি পরিমাণ দুধ উৎপাদন করে? সাধারণ গাভী থেকে এটি প্রায় ৫০ শতাংশ বেশি দুধ দেয়। মিস মিসির আনুমানিক মূল্য ১২ লাখ ডলার। স্যার ল্যান্সেলট এনকোর : প্রিয় ল্যাব্রাডোর কুকুর ক্যানসারে হঠাৎ মারা যাওয়ায় যুক্তরাষ্ট্রের এক দম্পত্তি এতটাই শোকাহত হয়ে পড়ে যে, তারা কুকুরটির ক্লোন তৈরিতে ব্যয় করে ১ লাখ ৫৫ হাজার ডলার। দীর্ঘ দিনের সাধনা ও পরিশ্রমের ফলে জন্ম নেয় স্যার ল্যান্সেলট এনকোর। এটি পৃথিবীর প্রথম ক্লোন কুকুর। ফলে এর দামও যে আকাশ চুম্বী হবে সেটাই স্বাভাবিক। আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ ডলার। তিব্বতীয়ান ম্যাসটিফ : তিব্বতের এই কুকুরগুলো শুধু যে আকারে বড় তা নয়, এগুলো সিংহের ন্যায় হিংস্র। এই জাতের কুকুরগুলোকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে গবাদি পশু বা কোনো সংরক্ষিত স্থান পাহারা দেওয়ার কাজে ব্যবহার করা হয়। প্রকৃত তিব্বতিয়ান ম্যাসটিফ কুকুর বিশ্বে বিরল। আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ডলার। ২০১১ সালে একটি তিব্বতিয়ান ম্যাসটিফ ১.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। সাদা সিংহ শাবক : সাদা সিংহ পৃথিবীর অন্যতম দুর্লভ প্রাণী। আপাদমস্তক সাদা পশমে আবৃত এই সিংহ সর্বপ্রথম ১৯৩৮ সালে দেখা যায়। দক্ষিণ আফ্রিকার সংরক্ষিত বনাঞ্চাল তিম্বাভাতিতে এই সিংহ এখনো কিছুটা দেখা যায়। প্রতিটি সাদা সিংহ শাবকের আনূমানিক দাম ১ লাখ ৪০ হাজার ডলার। অ্যারাবিয়ান ঘোড়া : অ্যারাবিয়ান হর্স পৃথিবীর সবচেয়ে অভিজাত ঘোড়াগুলোর মধ্যে অন্যতম। দারুন অ্যাথলেটিক বডি, চিজল্ড গলা ও লম্বা লেজের এই ঘোড়াগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ডলার। স্টেগ বিটল : স্টেগ বিটল হচ্ছে এক ধরনের গুবরে পোকা। তবে গুবরে পোকা বলে কেউ অবহেলা করবেন না। কারণ ৭ বছর আয়ুষ্কালের এই পোকাটিকে কেউ যদি নিজের কাছে পোষা প্রাণী হিসেবে রাখতে চান তবে আপনাকে আনুমানিক ৮৯ হাজার ডলার খরচ করতে হবে। সাভানহা বিড়াল : বড় বড় পা ফেলে সাভানহা জাতের বিড়াল যখন হাটে তখন সেটা হয় দেখার মতো দৃশ্য। আফ্রিকান সার্ভাল জাতের সংকরের মাধ্যমে এই বিড়ালের জন্ম দেওয়া হয়। অত্যন্ত আকর্ষণীয় এই জাতের বিড়ালেরা অন্যান্য জাতের বিড়াল থেকে অধিক বন্ধুসুলভ হয়। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, অন্য বিড়ালেরা যেখানে পানি দেখে ভয়ে পালায় সেখানে সাভানহা জাতের বিড়ালেরা পানি নিয়েই খেলতে ভালোবাসে। আনুমানিক মূল্য ১২ হাজার ডলার আপনাকে ব্যয় করতে হবে এই জাতের বিড়াল কিনতে চাইলে।

 

তথ্যসূত্র: স্কুপহুপ

   

রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৭/ফিরোজ