সাতসতেরো

১১ বছরের শিশুর অদ্ভুত কার্যতালিকা

এস এস জামিল : অধিকাংশ মানুষই সময় অনুযায়ী কার্যতালিকা মেনে চলতে পারে না। কেউ কেউ পারলেও তা কঠোর অধ্যবসায়ের কারণে সম্ভব। জ্যাক নিকলসন মর্গানের চলচ্চিত্রে এমন ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল। যারা মনে করেন চলচ্চিত্রটি বাণিজ্যিক বা সমালোচক দৃষ্টির কোনো ক্ষেত্রেই বিশেষ কিছু অর্জন করতে পারেনি, তাদের একটু চমকে যেতে হবে। সম্প্রতি, সোফিয়া নামের ১১ বছর বয়সি এমনই এক শিশুর সন্ধান পাওয়া গেছে। তাকে দেখে মনে হতে পারে, সে চলচ্চিত্রের বিষয়টি আত্মস্থ করেই পৃথিবীতে এসেছে। শিশুটি তার খাদ্যতালিকায় রেখেছে ১০টি ডরিটোস লোকোস ট্যাকোস (মাংসের তৈরি একধরনের স্প্যানিশ খাবার), একটি হাতুড়ি মাথা হাঙর, সাপ ও বিয়ার! এ ছাড়া সে ২৪ ঘণ্টা ঘুমানোর আগ্রহও প্রকাশ করেছে। তার ভাই ‘জো’র দাবি তার বোনের এ অদ্ভুত কার্যতালিকার বিষয়টি সত্য এবং এককথায় অনন্য! জো আরো বলেন, ‘আমি বলব সে এরই মধ্যে তার পরিকল্পনার ব্যাপারে কেমন গ্রহণযোগ্যতা পেয়েছে তা সে ভাবতেও পারবে না! ১০ হাজার মানুষ তার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করেছে। রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/ইভা/এসএন/এএন