সাতসতেরো

লুৎফর রহমান রিটনের ঈদের ছড়া

ঈদে তোমার কত্তো মজা

নতুন জামা পাও,

উদোম গায়ের গরিব ছেলের

ঈদের সালাম নাও।

 

তোমার বাড়ি কী সুন্দর

আমার তো নাই ঘর,

আমি ঘুমাই ইস্টিশনে

ফুটপাতের ওপর।

 

তোমার জামা কী সুন্দর

আমার জামাও নাই,

উদোম গায়ে চলতে ফিরতে

ভাবছো লজ্জা পাই?

 

লজ্জা-টজ্জা পাই না বন্ধু

পেটে আমার খিদে,

আমায় একটু পোলাও দিও

এবার তোমার ঈদে।

 

পোলাও-কোর্মা-গরুর গোস্ত

অনেক মজার খানা,

অনেক আগে খেয়েছিলাম

স্বাদ আছে তাই জানা।

 

সঙ্গে যদি সালাদ থাকে

স্বাদের চরম দশা,

কাঁচা মরিচ পেঁয়াজ লবণ

টমেটো আর শশা...

 

সব মিলিয়ে দারূণ সুবাস

ঘ্রাণ মৌ মৌ করে,

(কেউ দেখো না একটা ছেলের

দু’চোখে জল ঝরে...

কেউ জানো না একটা ছেলে

 দাঁড়িয়ে বারান্দায়-

তোমার বিপুল খানাখাদ্যির

সামান্য ভাগ চায়...।)

 

জানি না কার পাপে আমার

এমন পরিণতি,

এবার ঈদে খেয়াল রেখো

এই গরিবের প্রতি...।

 

অটোয়া ০৩ জুন, ২০১৭ রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/তারা