সাতসতেরো

‘আমাদের আর নারী দিবস পালনের দরকার হবে না’

ছাইফুল ইসলাম মাছুম : ৮ মার্চ বিশ্ব নারী দিবস। প্রতি বছর বিশ্বব্যাপী নানা আয়োজনে এই দিনটি উদযাপন করা হয়। দিবস নিয়ে নারীর ভাবনা জানতে আমরা কথা বলেছি শারমিলি বাঁধনের সঙ্গে। তিনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়ছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বাঁধন বলেন, ‘আমার মনে হয়, এখনো নারী দিবস পালন করার দরকার আছে। এখনো নারীদের কারো অধীনে বা পরনির্ভরশীল দেখতেই পছন্দ করে সমাজের বেশিরভাগ মানুষ। যতই আমরা সমান অধিকার, সমান সুযোগের কথা বলি না কেন, আসলে এখনো তা পুরোপুরি হয়ে ওঠেনি। অনেকদিন ধরেই নারীরা পুরুষদের অধীনে থাকায় নারীদের চিন্তা-ভাবনায় ব্যাপারটি রয়ে গেছে। তা ছাড়া নিরাপত্তার একটা বিষয় তো রয়েছেই। এখনো আমাদের সমাজে নারীরা স্কুল, কলেজ, কর্মক্ষেত্র এমনকি নিজেদের বাড়িতে পর্যন্ত নিরাপদ না। সেখানে নারীর ক্ষমতায়ন অনেকটা পিছিয়ে থাকবে এটাই স্বাভাবিক। আমার মনে হয়, পুরুষরা চাইলে এক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাদের অংশগ্রহণ, সুস্থ, সুন্দর মানসিকতা ও চিন্তাধারা সত্যিকারের বৈষম্যবিহীন সমাজ তৈরির পথ অনেক সহজ করে দেবে। আশা করি, খুব শিগগির আমাদের আর নারী দিবস পালনের দরকার হবে না।’ রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৮/ফিরোজ/তারা