সাতসতেরো

শাহবাগে ঐতিহ্য বই উৎসব

সাতসতের ডেস্ক: প্রকাশনা সংস্থা ঐতিহ্য ২০তম বছরে পদার্পণ করল। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সহস্রাধিক বই প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে রবীন্দ্র-রচনাবলিসহ বিভূতিভূষণ, মানিক, জীবনানন্দ, শরৎ ও আল মাহমুদ রচনাবলি। পাঠক মহলে ঐতিহ্য রচনাবলি সমাদৃত হয়েছে।

ক্যাবল টিভি, মোবাইল, ইন্টারনেট ও ডিভাইসের যুগে সৃজনশীল বই প্রকাশনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ঐতিহ্য প্রকাশ করছে বিষয় বৈচিত্রপূর্ণ বই। প্রতিষ্ঠানটি প্রতিবছর আয়োজন করে চলেছে বুক রিভিউ প্রতিযোগিতা, নির্বাচিত পাঠাগারে বই অনুদানসহ বই উৎসব। তারই ধারাবাহিকতায় রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে পক্ষকালব্যাপী ঐতিহ্য বই উৎসব।

উৎসবে পাঠক সহস্রাধিক বইয়ের মধ্যে ১২০টিরও বেশি বই কিনতে পারবেন মাত্র ২০ থেকে ৫০ টাকার বিনিময়ে। এছাড়াও থাকছে মূল্য ছাড়। রচনাবলিতেও থাকবে বিশেষ ছাড়। উল্লেখ্য যে, উৎসবকে সামনে রেখে প্রতিষ্ঠানটি ১০টি নতুন বই প্রকাশ করেছে। বই উৎসব কোনো বিরতি ছাড়া প্রতিদিন সকাল ৯.৩০ মিনিট থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত চলবে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/তারা