সাতসতেরো

সম্মাননা পাচ্ছেন তিন ভাষা সংগ্রামী কবি

আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব‌্য জাতীয় কবিতা উৎসবে তিনজন ভাষা সংগ্রামী কবিকে জাতীয় কবিতা পরিষদ সম্মাননা দেয়া হবে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় কবিতা পরিষদের সংবাদ সম্মেলন এ তথ‌্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে জাতীয় কবিতা উৎসব-২০২০ এর উদ্বোধন করবেন প্রতিথযশা কবি মহাদেব সাহা। উৎসবে তিনজন ভাষা সংগ্রামী কবিকে জাতীয় কবিতা পরিষদ সম্মাননা প্রদান করা হবে। তারা হলেন- কবি আহমদ রফিক, গীতিকবি আবদুল গাফ্ফার ও কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। এছাড়া গত উৎসবে ঘোষিত জাতীয় কবিতা উৎসব সম্মাননা কবি মহাদেব সাহার হাতে তুলে দেয়া হবে।

এবারও বিভিন্ন দেশ ও ভাষার কবিদের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে যেসব কবি-লেখক-আবৃত্তিশিল্পী তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন তারা হলেন- সুইডেনের কবি ও সংগীতশিল্পী বেঙত্ সদোরহল, উজবেকিস্তানের কবি নাদিরা আবদুল্লাহয়েভ, কোলকাতার কবি বীথি চট্টপাধ্যায়, সেবন্তী ঘোষ, নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়, অমিত গোস্বামী, দীধিতি চক্রবর্তী, আবৃত্তিশিল্পী সৌমিত্র মিত্র, আসামের কবি অনুভব তুলাসি, আগরতলার কবি রাতুল দেব বর্মণ, অর্পিতা আচার্য্য, তমাল শেখর দে ও নেপালের কবি ড. তুলাসি দি ওয়াসা।

জাতীয় কবিতা উৎসবে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ।

সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, কাজী রোজী, কাজল বন্দ্যোপাধায়, শিহাব সরকার, দিলারা হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/মামুন খান/রফিক