সাতসতেরো

‘শুধু পরিশ্রম করলেই হবে না’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদকে ভূষিত হয়েছেন দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী তাদের হাতে পদক তুলে দেন।

এদের মধ্যে নিজেদের মেধা ও ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী এ পদক পেয়েছেন। নিজ নিজ ফ্যাকাল্টিতে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের একজন মুহাম্মদ ফরিদ হোসাইন পাটওয়ারি। শিক্ষাজীবনের সফলতার গল্প শুনিয়েছেন রাইজিংবিডি ডটকমকে।

নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ফরিদ হোসাইন পাটোয়ারি। পেয়ে যান পছন্দের বিষয় ফাইন্যান্স। ভালো ফলাফল করতে থাকেন শুরু থেকেই। সর্বোচ্চ ফলাফল (৩.৯৭) নিয়ে শেষ করেন স্নাতক। স্নাতকোত্তরেও তাই। বর্তমানে নিজ বিভাগেই প্রভাষক পদে যোগ দিয়েছেন ফরিদ হোসাইন।

তিনি বলেন, ‘ভালো ফলাফল করতে হলে প্রয়োজন পরিশ্রম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। শুধু পরিশ্রম করলেই হবে না, একই সাথে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আগালেই ভালো ফলাফল করা সম্ভব।’ ঢাকা/মারুফ