সাতসতেরো

টাকা, নাকি তেজপাতা

থলে ভরে টাকা নিয়ে মুঠে পুরে বাজার আলু-পটল কিনতে এখন খরচা কয়েক হাজার।

আগে যেটা কেজি নিতাম এখন তা নেই গ্রামে বাজার আগুন, তাই নিতে হয় আকাশছোঁয়া দামে।

আগে যখন শ’ ছিল তাও তেজ ছিল কি তার! লক্ষ টাকায় এখন যে আর চলছে না সংসার।

পড়িনি ভাই অর্থনীতি নেই কাছে বই-খাতা তাই বুঝি না, ক্যামনে হলো টাকাটা তেজপাতা।