সাতসতেরো

প্রকাশিত হয়েছে ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’

প্রকাশিত হয়েছে লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। 

‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’ বই নিয়ে লেখক সালেক খোকন বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ইতিহাস, আমাদের শেকড়। মুক্তিযুদ্ধের ইতিহাস সূর্যের মতোই সত্য ও অবিনাশী। উনিশ শ একাত্তরে মুক্তির লড়াইয়ে আমাদের বিজয়ের পেছনে ছিল বহু মানুষের দুঃসাহসী অংশগ্রহণ। এই গ্রন্থে মুক্তিযোদ্ধাদের ভাষ্য থেকে যুদ্ধকালীন ছোট ছোট নানা ঘটনা সরল গদ্যে তুলে ধরা হয়েছে। বইটির লেখাগুলো পাঠককে চুম্বকের মতো নিয়ে যাবে ঐতিহাসিক একাত্তরের গহিনে। পাঠকের চিন্তার জগৎকেও তা প্রবলভাবে আলোড়িত করবে। কত কষ্ট ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা, এই বইয়ের লেখাগুলো সেটিকেও বিমূর্ত করেছে।” 

লেখক সালেক খোকনকে ‘নিভৃতচারী’ বলে মন্তব্য করেছেন কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার প্রয়াসে লেখক ও গবেষক সালেক খোকন কাজ করছেন এক যুগেরও অধিক সময় ধরে। নিভৃতচারী এ লেখক মুক্তিযুদ্ধে আমাদের গৌরব, বেদনা ও সাহসের ইতিহাস শোনাতে ব্রতী হয়েছেন, যা ছিল অন্তরালে।”  

বইটির গুরুত্ব ব্যাখ্যা করে জসিম উদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস বিনির্মাণে তার যে অঙ্গীকার ও প্রয়াস অব্যাহত রয়েছে, তারই ধারাবাহিকতায় প্রকাশ হলো তার নতুন গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধের অবিনাশী ঘটনামালা’। বইটি নিঃসন্দেহে বর্তমান ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে উৎসাহিত করবে। বইটি সেই সব বাঙালির সংগ্রহে রাখার মতো, যারা দেশকে নিয়ে ভাবেন, দেশকে ভালোবাসেন প্রজন্ম থেকে প্রজন্ম।” 

একক প্রচেষ্টায় সালেক খোকন তৃণমূলে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা কাজে বহু বছর ধরে যুক্ত রয়েছেন। তার প্রকাশিত মোট গবেষণাগ্রন্থের সংখ্যা ৩৭টি। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ১৭টি। তার রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার লাভ করে। ‘৭১-এর আকরগ্রন্থ’ বইটি ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২১’ অর্জন করে।  

‘মুক্তিযুদ্ধে অবিনাশী ঘটনামালা’ বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। ২৪০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৫০০ টাকা।